যতদূর জানা যায়, ভূ-প্রাকৃতিক পরিবর্তনের ফলে কালীদহ সাগরের ব্রাহ্মণবাড়িয়া অংশে যে সকল চর জেগে উঠেছিল তার মধ্যে সরাইল এবং কালীকচ্ছ অন্যতম। কালীকচ্ছের অদূরে নতুন আরেকটি চর জেগে ওঠে। কালক্রমে এখানে জনবসতি গড়ে ওঠে। আশ-পাশ এলাকার লোকজন এ এলাকার নাম দেয় নোয়াগাঁও। এখানকার বেশিরভাগ লোকই কৃষি নির্ভর। তাছাড়া জেলে এবং অন্যান্য পেশার লোকজনের বসবাসও রয়েছে এখানে। উপজেলা থেকে অনেকটা বিচ্ছিন্ন হওয়ায় এখানকার জনজীবনে উন্নয়নের ছোঁয়া বিশেষ করে শিক্ষা এবং যোগাযোগ এর ক্ষেত্রে এ অঞ্চল অনেক পিছিয়ে। অনেক গ্রামে এখনও পৌছায়নি বিদু্তের আলো।
ইউডিসি মোঃ আতিকুর রহমান (আতিক)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস