নোয়াগাঁও এলাকাটি নীচু ও সমতল। ইউনিয়নটির বেশিরভাগ গ্রামই বিচ্ছিন্নভাবে কাঁচা রাস্তার মাধ্যমে কোনভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। সরাইল-নাসিরনগর সড়কের কালীকচ্ছ বাজার এর উত্তরপাশ থেকে বারিউড়া পর্যন্ত একটি পাঁকা সড়ক রয়েছে। এছাড়া শাহবাজপুর থেকে বুড্ডা তিতাস নদীর পাড় হয়ে আখিঁতারা পর্যন্ত আরেকটি পাঁকা রাস্তা রয়েছে। উপজেলা সদর থেকে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন গ্রামে যাতায়াতের এটিই একমাত্র পাঁকা সড়ক। এ সড়কে সিএনজি এবং রিক্সা চলাচল করে থাকে এবং অন্যান্য কাঁচা রাস্তায় সিএনজি, রিক্শা ও পায়ে হেটে চলাচল করতে হয়। এছাড়া বর্ষা মৌসুমে নৌকায় চলাচল চোখে পড়ে।
জরুরী যোগাযোগ ব্যবস্থাঃ
জরুরী প্রয়োজনে যোগাযোগ |
||
নাম/প্রতিষ্ঠান |
পদবী |
মোবাইল |
জনাব ড: সৈয়দা নাহিদা হাবিবা |
ইউএন ও মহোদয় |
৮৮০৮৫২৭৫৬০০৭ |
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা |
|
০১৭১৩-৩৭৩৭৩৪ |
ফায়ার সার্ভিস |
|
|
পল্লী বিদ্যু সমিতি |
|
০১৯৭৪-০৯৯৬২৫ |
জনাব মনসুর আহমেদ |
চেয়ারম্যান, নোয়াগাঁও ইউপি |
০১৭১২-৭৯২৭৬১ |
জনাব মোহাম্মদ সুমন পারভেজ |
সচিব, নোয়াগাঁও ইউপি |
০১৭১৪-৫৮৪১৯৩ |
অঘোর চন্দ্র দাস |
গ্রাম পুলিশ দফাদার |
০১৭৪৪-৮৩৭৬১৮ |
মোঃ আতিকুর রহমান (আতিক) |
উদ্দোক্তা, ইউডিসি |
০১৭৪২-১৫২২৫৩ |
মোছাঃ মনি আক্তার | মহিলা উদ্যেক্তা ইউডিসি | ০১৭৪৩-০৯৮১৪১ |
যে কোন মতামতের জন্য মেইল করুন :-ইমেইলঃ- 2013atiq@gmail,com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস